নিজের গর্ভের সন্তানকে হত্যা করেছেন এক মা। তারপরেও গর্ভস্থ সন্তানের জন্য শোকে কাতর তিনি। সন্তানের জন্য আগাম যে পোশাকগুলো বানিয়েছিলেন, সেগুলোই আঁকড়ে বসে থাকেন তিনি। এমনই ঘটনা লিন্ডসে পারাদিসো নামের এক নারীর সঙ্গে।
ভার্জিনিয়ার এই নারী গত বছরের আগস্ট মাসে গর্ভবতী হয়েছিলেন। এমন সুখবর পাওয়ার পরেই আনন্দে আত্মহারা হয়ে গেছিলেন লিন্ডসে এবং তার প্রেমিক। হবু সন্তানের জন্য নিজের হাতে বানিয়ে ছিলেন পোশাক। সন্তানের নামও রেখেছিলেন ওমারা। কিন্তু জানুয়ারিতে গর্ভপাত করাতে বাধ্য হন তিনি।
এমন মর্মান্তিক সিদ্ধান্ত প্রসঙ্গে লিন্ডসে বলেন, ‘আল্ট্রাসোনোগ্রাফি করানোর সময় চিকিৎসক দেখতে পান, ওমারার গলায় একটা টিউমার ধরা পড়েছে। ক্রমে সেই টিউমার সারা দেহে ছড়িয়ে পড়ে। চিকিৎসক জানান, ওমারা বড় হলে চলচ্ছক্তিহীন হয়ে পড়বে। জীবিত মাংসপিণ্ডের মতো জীবন কাটাবে।’
এরপরেই লিন্ডসে ঠিক করেন ওমারাকে জন্ম দেবেন না। তিনি জানান, ‘আমার বা আমার প্রেমিকের মৃত্যুর পরে ওমারার কী হত? কে দেখাশোনা করত ওর? সেই চিন্তা থেকেই গর্ভপাতের সিদ্ধান্ত নিয়েছি।’
তবে গর্ভপাতের পরেও ওমারাকে ভোলেননি লিন্ডসে। সম্প্রতি তার পোশাকগুলো কোলে সাজিয়ে একটি ছবি তুলেছেন তিনি। সেই সঙ্গে লিখেছেন এর পেছনের পুরো কারণটা। আর বলেছেন, ‘জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা নিলাম। আশা করব ওমারার আত্মা আমাকে ক্ষমা করবে।’
বিডি-প্রতিদিন/ ৭ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৪