Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
প্রকাশ : ৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০৪:২২
আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০১৭ ১২:৪১

সাপ উদ্ধারকারীর সাপকে চুমু, অতঃপর...

অনলাইন ডেস্ক

সাপ উদ্ধারকারীর সাপকে চুমু, অতঃপর...
সংগৃহীত ছবি

ভারতের একজন সাধারণ সাপ উদ্ধারকারী ছিলেন সোমনাথ মহাত্র। তবে এই সাপ উদ্ধারকারী খবরের শিরোনাম হয়ে গেলেন। তবে সাপ উদ্ধারের জন্য তিনি খবর হননি। হয়েছেন সাপকে চুমু খেতে গিয়ে সেই সাপের কামড়েই মারা যাওয়ার জন্য। গত শুক্রবার ভারতের নাবি মুম্বাইয়ের বেলাপুর এলাকায় সাপের কামড়ে মারা যান সোমনাথ। খবর এনডিটিভির।

এ বিষয়ে একজন সাপ উদ্ধারকারী জানান, সোমনাথ নাবি মুম্বাইয়ের বেলাপুর এলাকায় একটি গোখরা সাপ উদ্ধার করতে গিয়েছিলেন। উদ্ধারের পর সাপটিকে তিনি অন্য এক স্থানে নিয়ে যান। তারপর সাপটির মাথায় চুমু খেতে যান। তখন হঠাৎ সাপটি সরে গিয়ে সোমনাথের বুকে ছোবল দেয়।

আরেকজন সাপ উদ্ধারকারী বলেন, সোমনাথ পাঁচ দিন ধরে নাবি মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। এর আগে তিনি শতাধিক বিষধর সাপ উদ্ধার করেছেন।

 


বিডি-প্রতিদিন/ ৭ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১২


আপনার মন্তব্য