ভারতের উত্তরাখণ্ডের রুরকির এক হাসপাতালে তিন দিন বয়সী এক শিশুর পা ভেঙে দেয়া হয়েছে ইচ্ছে করে। হাসপাতালটির এক কর্মীই এমন কাণ্ড ঘটিয়েছেন। আইসিইউতে রাখা শিশুটির অপরাধ সে বেশি কাঁদছিল!
সিসিটিভি ফুটেজে এ ঘটনার প্রমাণ পাওয়া গেছে। শিশুর কাঁন্না শুনে আইসিউতে প্রবেশ করে ওই হাসপাতাল কর্মী। আচমকাই শিশুটির পা মটকে দেয় সে। অমন ছোট্ট শিশুর পায়ে নৃশংসভাবে আঘাত করায় শিশুটির পা ভেঙে যায়।
গত ২৮ জানুয়ারির ওই ঘটনায় আইসিইউর সিসিটিভি ফুটেজের ওপর ভিত্তি করে মামলা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখার জন্য তদন্ত কমিটিও তৈরি করা হয়েছে।
বিডি প্রতিদিন/৭ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা