ঝুড়িতে ঠেসেঠুসে পা বেঁধে বসিয়ে রাখা হয়েছে গরু। উপরে কলাপাতা ছড়ানো। ঢাকনা চাপা সেই ঝুড়ি দেখলে মনে হতে বাধ্য, ভিতরে রয়েছে সবজি। কিন্তু ঢাকনা খুলতেই বের হয়ে যায় আসল রহস্য।
ভারতের বনগাঁ সীমান্তে পুলিশি পাহারা এড়াতে গরু পাচারকারীরা নিত্য নতুন ফন্দিফিকির বের করে। এর আগে অ্যাম্বুল্যান্সে গরু নিয়ে যাওয়া নজরে এসেছে। এ বার জানা গেল, সবজির ঝুড়িতে গরু পাচারের ঘটনা।
বনগাঁর এসডিপিও অনিল রায় বলেন, ‘‘পাচারকারীদের এই পরিকল্পনা সামনে আসতেই আমরা মহকুমা জুড়ে সবজির ঝুড়িতে তল্লাশি চালাচ্ছি।’’
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে গরু পাচার রুখতে শুরু হয়েছে পুলিশি ধড়পাকড়। পুলিশের দাবি, গত ছয়মাসে গরু পাচার অনেকটাই কমেছে। এই পাচার যে একেবারে বন্ধ হয়নি, ঝুড়িচাপা গরু উদ্ধারের পরে তা প্রমাণ হল।
পুলিশ জানিয়েছে, দিন কয়েক আগে গোপালনগরের টালিখোলা মোড়ে ঝুড়িতে গরু নিয়ে যাওয়া হচ্ছিল বলে খবর আসে। ওই ঝুড়ি ভ্যানে চাপানো হয়েছিল। পুলিশ কয়েকটি গরু আটক করে। গ্রেফতার করা হয় কয়েকজন পাচারকারীকে।
সূত্র: আনন্দবাজার