আমেকিাতেই সম্মান রক্ষার জন্য প্রাণ দিতে হয় কন্যা শিশুদের। আমেরিকার টেক্সাসের বাসিন্দা আমিনা (১৮) ও তার ছোটো বোন সারাকে (১৭) প্রাণ দিতে হল।২০০৮ সালে নববর্ষ উদযাপনের দিনে বাবা ইয়াসিরের হাতে খুন হন তারা। দুই মেয়েকে মোট ১১ বার গুলি করেন ইয়াসির।
তিনি মেয়েদের হত্যার করার আগে একটি ভিডিও করেন। সেখানে মেয়েদের প্রশংসা করেন তিনি।ভিডিওতে তাকে বলতে শোনা গেছে, তার মেয়ের চোখ ও পা সুন্দর। ওই ব্যক্তিকে ধরিয়ে দিতে এক লাখ টাকা ডলার পুরস্কারের ঘোষণা করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বাবা হিসেবে ইয়েসার ভীষণ অত্যাচারী ছিলেন। ১৯৯৮-এ ইয়েসারের দুই মেয়ে আমিনা ও সারা তার বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ আনে। সে সময় তাদের বয়স ছিল ৯ ও ৮ বছর। আমিনা ও সারার মাও এই অভিযোগ সত্যি বলে দাবি করেছিলেন।
আমিনার প্রেমিক জোশেফ মোরেনো জানান, তাকে আমিনা জানিয়েছিলেন ইয়েসার তাদের কড়া শাসনে রাখত। জোশেফ চেয়েছিলেন, আমিনাকে ওই পরিবেশ থেকে বের করে নিয়ে আসার। কিন্তু, তার আগেই খুন হয়ে যান আমিনা।
জানা গেছে, গুলি লাগার পর আমিনা ফোন করেন ৯১১ নম্বরে। ফোনে আমিনা বলে, ও ঈশ্বর আমি মারা যাচ্ছি।
পুলিশের অনুমান, ইয়েসার জানতে পারে আমিনা জোশেফের সঙ্গে সম্পর্কে রয়েছে। হয়ত, এরপরই দুই মেয়েকে শেষ করে ফেলার সিদ্ধান্ত নেয় সে।
বিডি প্রতিদিন/৭ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা