আট থেকে আশি, বার্গারের ভক্ত অনেকেই৷ পছন্দের বার্গার খেতে কত কত টাকাই না ব্যয় করে লোকজন৷ ১০০, ২০০, ৫০০! কিন্তু বার্গারভক্তরা জানেন কি বিশ্বের এক কোণেই রয়েছে সবথেকে মূল্যবান বার্গারটি৷ এমন এক বার্গার যার দাম লাখে পৌঁছে গিয়েছে৷
জানা যায়, দুবাইয়ের এক রেস্তোরাঁতেই পাওয়া যায় এই মহার্ঘ বার্গার৷ যার মূল্য নিলামে উঠেছে ১০,০০০ ডলার৷ যা বাংলাদেশি টাকায় ৮,২৫,০০০টাকা৷ এই বার্গারের নাম দেওয়া হয়েছে ‘Seven Emirates Burgerstack’৷ আসলে একটি বিশেষ কারণে এই বার্গার তৈরি করা হয়েছে৷ স্তন ক্যান্সারের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়া একটি সংস্থা এর আয়োজন করেছিল৷
এই নিলামে উঠে আসা অর্থ স্তন-ক্যান্সারের রোগীদের সেবায় কাজে লাগানোই ছিল তাদের উদ্দেশ্য৷ এই আয়োজনের পর ওই সংস্থা চিকিৎসা কাজের জন্য ১,০৮,৭০০ দিনার সংগ্রহ করতে সক্ষম হয়৷
বিডি প্রতিদিন/১৭ মার্চ ২০১৭/হিমেল