সিয়েরা লিয়নের এক খনি থেকে খোঁজ মিলল ৭০৬ ক্যারাটের একটি হিরার। বিশেষজ্ঞরা বলছেন, পৃথিবীর দশম বৃহত্তম হিরা এটি। যা পেয়েছেন ইমানুয়েল মমো নামের একজন স্বাধীন খনিকর্মী।
সিয়েরা লিয়নে সরকারের পাশাপাশি খনিতে মূল্যবান রত্ন খুঁজতে পারেন সেখানকার নাগরিকরাও। তবে তাদের সরকারি ছাড়পত্র থাকতে হবে। মমো এই হিরা পেয়ে কত লাভ করলেন, তা এখনও পরিষ্কার নয়। কারণ, সেখানকার নিয়মানুসারে বিক্রি এবং রপ্তানি বাবদ চার শতাংশ অর্থ সরকারকে দিতে হবে। সেই সঙ্গে যুক্ত হবে আয়কর।
সিয়েরা লিয়নের খনিমন্ত্রী মিনকাইলু মানসারি বলেছেন, সরকারের পাওয়া অর্থ সারা দেশে উন্নয়নের কাজে ব্যয় করা হবে। কনো খনিতে পাওয়া হিরাটি ফ্রিটাউনের কেন্দ্রীয় ব্যাঙ্কে রাখার আগে তা দেশের প্রেসিডেন্ট আর্নেস্ট বাই করোমোকে দেখানো হয়। এরপর কিমবারলে প্রসেসে হিরার দাম নির্ধারণ করা হবে।
বিডি-প্রতিদিন/ ১৭ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১১