এক সঙ্গে অনেকেই বসে আছেন। কিন্তু মশাদের টার্গেটে যেন আপনিই। এত লোক থাকতে আপনিই কেন? কোন নির্দিষ্ট কারণ আছে কি?
বিশেষজ্ঞরা বলছেন, আছে, নইলে সাধে কি আর মশারা বেছে বেছে কাউকে কামড়ায়!
ব্লাড গ্রুপ: বিশেষ ব্লাড গ্রুপ এর জন্য দায়ী। দেখা গিয়েছে o+ , o- দুই ব্লাড গ্রুপের মানুষকেই বেশি মশা কামড়ায়। সুতরাং এই ব্লাড গ্রুপের মানুষদের মশা তাড়ানোর ব্যবস্থা নেওয়া ছাড়া আর কিছু করার নেই।
গর্ভবতী: মশাদের টার্গেটে থাকে গর্ভবতীরাও। কেন? জানা যাচ্ছে, গর্ভবতীদের শরীরে এক বিশেষ ধরনের গন্ধ থাকে, যা মশাদের আকৃষ্ট করে। তাই ঝাঁকে ঝাঁকে তারা গর্ভবতীদের দিকে ছুটে আসে। এ ব্যাপারে নারীদের আগেভাগে সতর্ক থাকতে হবে।
ঘামের গন্ধ: অনেকেই বেশি ঘেমে ওঠেন। আর ঘামের ল্যাকটিক অ্যাসিড মশাদের হাতছানি দেয়। বডি টেমপারেচারের তারতম্যও ঘামের একটা কারণ। সুতরাং কারও যদি বেশি ঘাম হয়, তবে মশার আক্রমণের জন্য তৈরি থাকতে হবে।
পোশাকের রং: পোশাকের রংও মশাদের ডাক পাঠায়। বিশেষত গাঢ় কোনও রং। লাল রং হলে তো আর কথাই নেই। তাই গরম বা যে যে সময়ে মশাদের উপদ্রব বেশি, সেই সময় হালকা রংয়ের পোশাক পরাই শ্রেয়।