যুক্তরাজ্যের মার্গারেট ক্যাটল দীর্ঘ ৪৫ বছর ধরে শিশুদের নিরাপদে রাস্তা পার করেছেন। এ দীর্ঘ সময়ে তার সামনে কোনো দুর্ঘটনা ঘটেনি। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ডেইলি মেইল। শিশুদের নিরাপদে রাস্তা পার হওয়ার জন্য বিশ্বের বিভিন্ন উন্নত দেশে আলাদা মানুষ নিযুক্ত করা হয়। যে নারীরা এ কাজ করেন তাদের ললিপপ লেডি বলা হয়।
জানা যায়, মার্গারেট ইংল্যান্ডের ইস্ট ইয়র্কশায়ারে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ কর্মজীবন তিনি শুরু করেন ২৫ বছর বয়সে ১৯৭২ সালে। এরপর কেটে গেছে ৪৫ বছর। এ দীর্ঘ সময়ে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি এক মিলিয়নেরও বেশিবার রাস্তা পার হয়েছেন। আর হাঁটতে হয়েছে তিন হাজারেরও বেশি মাইল। এখন ৬৯ বছর বয়স মার্গারেটের। এবার সময় হয়েছে অবসরে যাওয়ার। এ জন্য স্থানীয় অধিবাসীরা তার এ কাজের অভিনন্দন জানাচ্ছেন। তিনিও এ কাজটি প্রায় সারাজীবন সাফল্যের সঙ্গে করতে পারায় গর্বিত। এ কাজটি তিনি উপভোগ করেছেন বলেও জানান। সূত্র: ইন্টারনেট।
বিডি প্রতিদিন/এ মজুমদার