ডোনাল্ড ট্রাম্ট মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট। নানা আলোচনা-সমালোচনার জন্ম দেয়া এ প্রেসিডেন্ট প্রতিদিনই নিত্য নতুন খবর তৈরি করেছেন। এবার ভিন্ন এক রূপে আবির্ভূত হয়ে আলোচনা সৃষ্টি করেছেন যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট। এর আগে বারাক ওবামকেও দেখা গেছে নানা রূপে। তবে কখনো ট্রাকচালকের ভূমিকায় দেখা যায়নি তাকে।
এবার সেই ভূমিকাই নিলেন ওবামার উত্তরসূরী ট্রাম্প।হোয়া্ইট হাউজে ট্রাকচালকের ভূমিকায় দেখা গেল তাকে। আর সেই ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমগুলোতে। অনেকে মজা করে লিখেছেন, ছোটবেলায় অনেকেরই স্বপ্ন থাকে, বড় হয়ে ট্রাকচালক হবে। এই মার্কিন প্রেসিডেন্টের সম্ভবত তেমনই একটা স্বপ্ন ছিল!
ব্রিটিশ গণমাধ্যম মেট্রো জানায়, মার্কিনিদের জন্য নতুন স্বাস্থ্য বিল নিয়ে আলোচনায় বসেছিলেন ট্রাম্প। এই সময়ের মধ্যেই তিনি ট্রাকচালক এবং ট্রাক এক্সিকিউটিভদের সঙ্গে একটি আলোচনায় বসেন। সেই বৈঠকের মাঝেই কয়েক মুহূর্তের জন্যে হোয়াইট হাউসের বাইরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে উঠে চালকের আসনে বসে পড়েন এই মার্কিন প্রেসিডেন্ট।
৭০ বছর বয়সী ট্রাম্প স্যুট পরে ট্রাকে চালকের আসনে বসে বিভিন্ন ধরনের মুখভঙ্গি করেন। তারপর হর্ন বাজিয়ে ট্রাকটি চালানোর চেষ্টা করেন।
সূত্র: মেট্রো নিউজ