ওয়েলসের সৈকতে নিয়মিত সমুদ্রবিলাসীরা অবকাশ যাপনে যান। একটু অবসর কাটাতে পরিবার বা বন্ধু নিয়ে ঘুরে বেড়ান ওই সমুদ্র সৈকতটিতে। কিন্তু বিষাক্ত সাপের ভয়ে সেই সৈকতটি ফাঁকা পড়ে আছে এখন।
সাপটি যেনতেন নয়, অ্যাডার। এটা ইউরোপের সবচেয়ে বিষাক্ত সাপ হিসেবে (ভাইপার) বিবেচিত। গত মঙ্গলবার ওয়েলসের অ্যাবারসোচের কাছে পোর্থ নেইগল সৈকতে এমন একটি সাপের দেখা পাওয়া মাত্র ঘোষণা করা হয়, বিষাক্ত সাপের কামড় থেকে বাঁচতে চাইলে সৈকতে আসা যাবে না।
দ্য নর্থ ওয়েলস ওয়াইল্ডলাইফ ট্রাস্ট জানায়, গরমের কারণে অ্যাডারগুলো তাদের আবাসস্থল থেকে বেরিয়ে আসছে। এমন অবস্থায় আরো অ্যাডার সৈকতে চলে আসতে পারে। সাধারণত এদের বিরক্ত না করা হলে আক্রমণ করে না। তবে কামড়ে দিলে বিপদ। অবশ্য, সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে মানুষ তো আর এত বুঝে-শুনে সামলে চলতে পারবে না। তাই নিরাপদে থাকাই ভালো।
ওয়েলস অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, গত গ্রীষ্মে সৈকতে চার শিশুকে কামড়ে দেয় অ্যাডার।
সূত্র : ওয়েলস ওয়েব
বিডি প্রতিদিন/ ৭ মে ২০১৭/ ই জাহান