লরডেস নামের এক নারী সম্প্রতি টুইটারে প্রেমিকের সেলফি পোস্ট করেছিলেন।যা দেখে সবারই চোখ কপালে উঠে যায়। কারণ ছবিতে দেখা যাচ্ছে বিশ্বখ্যাত গায়ক মাইকেল জ্যাকসনকে।
কিন্তু ওই নারী দাবি করেছেন, এটি তার প্রেমিকেরই ছবি। এ নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে নিউজও হয়েছে।
মেট্রো তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে, 'যাই হোক, পপসঙ্গীতের রাজা মারা যাননি- তিনি আমেরিকার রাস্তা গাড়ি চালাচ্ছেন।!'
এরকম শিরোনামের অবশ্য কারণও আছে। ভাইরাল হওয়া ওই ছবিতে মাইকেল জ্যাকসনের মতো ওই লোক গাড়ির ড্রাইভিং সিটে বসেছিলেন।
বিডি প্রতিদিন/২৫ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা