ভারতের চণ্ডীগড়ের রূপান্তরকামীরা এখন থেকে তাদের নামের আগে এমএক্স লিখতে পারবেন। অনেকদিন ধরে জানিয়ে আসা তাদের দাবি পূরণ হলো।
সাধারণত ছেলেরা নামের আগে এমআর ও মেয়েরা এমএস বা এমআরএস লিখেন। কিন্তু রূপান্তরকামীরা কী লিখবেন সে বিষয়ে কোনো নিয়ম ছিল না। আর সে কারণেই চণ্ডীগড়ের প্রশাসন রূপান্তরকামীদের নামের আগে এমএক্স ব্যবহার করার অনুমতি দিলেন।
এখন থেকে এই লিঙ্গের মানুষেরা ফর্ম বা আবেদনপত্রে নাম লেখার আগে এমএক্স ব্যবহার করতে পারবেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন