বিল না দিতে পেরে দিনে দুপুরে টেলিফোন তার ধরে ঝুললেন এক চীনা ব্যক্তি! ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম চিনের গুইজহউতে। এই ব্যক্তির নাম জানা যায়নি।
এক ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হোটেলের বিল দিতে না পারায়, হোটেলের জানলা দিয়ে টেলিফোন তারের উপরে চড়েন এই ব্যক্তি। তাঁর পরিকল্পনা ছিল, টেলিফোনের তার বেয়েই পাশের আর একটি বিল্ডিংয়ে প্রবেশ করবেন। কিন্তু সেই চেষ্টা বৃথা যায়।
টেলিফোনের তারটি ১৯ তলা বিল্ডিংয়ের সমান উঁচু ছিল বলে জানা গিয়েছে। আর তাই টাল সামলাতে না পেরে শেষে ওই তারের থেকে ঝুলতে থাকেন তিনি।
নীচ থেকে এলাকার বাসিন্দারা পুরো ঘটনার ভিডিও করেন। এর পরেই ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখলেই বোঝা যায় যে অনেক উঁচুতে টেলিফোনের তারে ঝুলছিলেন ওই ব্যক্তি। পরে দমকল কর্মীরা তাঁকে উদ্ধার করেন। এবং তিনি কোনও রকম চোট পাননি বলে জানা গিয়েছে।
ঠিক কত টাকা হোটেল বিল হয়েছিল, তা এখনও জানা যায়নি। কিন্তু তা বলে তিনি জীবনের এত বড় ঝুঁকি নেবেন, তা আশা করা যায়নি।
বিডিপ্রতিদিন/ ২৯ অক্টোবর, ২০১৭/ ই জাহান