মারাত্মক ঝুঁকি নিয়ে পেটের ওপর তলোয়ার দিয়ে তরমুজ কেটে বিশ্বরেকর্ড গড়েছেন ভিসপে জিমি কারাদি এবং ভিসপি বাজি কাসাদ নাামের দুই মার্শাল আর্টিস্ট। নাম লিখিয়েছেন গিনিস বুকেও। তারা দু'জনেই ভারতীয় নাগরিক।
তাদের একজনের পেটের ওপর রাখা হয় একের পর এক তরমুজ। আর তা ধরালো অস্ত্র দিয়ে কাটতে থাকেন আরেক যুবক। কোনো বিপদ ছাড়াই তারা এই এই কাজটি করতে সক্ষম হয়েছেন। গড়েছেন বিশ্ব রেকর্ড। এর আগে ৬০ সেকেন্ডে ৪৮ টি তরমুজ কাটার রেকর্ড আছে। সেই রেকর্ড ভেঙ্গে কারাদি ও কাসাদ ৬০ সেকেন্ডে পেটের ওপর রেখে ৪৯ টি তরমুজ কাটেন।
কারাদি বলেন, 'তরমুজ কাটার তলোয়ারটি এতটাই ধারালো ছিল যে, এক মিনিটে ৪৯ টি তরমুজ কেটে ফেলতে একটুও সমস্য হয়নি। তবে একটু ভুল হলেই ঘটতে পারতো বিপদ। কিন্তু দীর্ঘ চর্চার কারণেই কোনো বিপদ ছাড়াই সফল হওয়া গেছে।'
তারা বলেন, 'দেশের হয়ে অন্তত আরও দশটি বিশ্বরেকর্ড গড়তে চান তারা।'
সূত্র: ইউপিআই
বিডি প্রতিদিন/২২ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ