ভারতের কেরালায় ত্রিভুনাথাপুরাম চিড়িয়াখানায় মুরুগান নামে এক ব্যক্তি দুটি মজবুত দেয়াল টপকে সিংহের সাথে দেখা করতে খাঁচার ভেতরে চলে যান। এরপর সিংহের কাছাকাছি যেতেই চিড়িয়াখান একজন কর্মী তাকে দেখে ফেলেন। এরপর তারা দ্রুত সে ব্যক্তিকে উদ্ধারের ব্যবস্থা নেন।
প্রথমেই সিংহটির মনোযোগ অন্যদিকে ঘোরানোর ব্যবস্থা করা হয় যেন তার কিছু না হয়। এরপর তাকে ধরে খাঁচা থেকে বের করে আনা হয়। কিন্তু কেন তিনি এমন কাজ করলেন? এ প্রসঙ্গে মুরুগান নামে সে ব্যক্তি জানান, তিনি সিংহের সঙ্গে একটু আলাপ করার জন্য খাঁচার ভেতরে ঢুকে গিয়েছিলেন।
মুরুগানের আত্মীয়-স্বজন জানিয়েছেন, গত এক সপ্তাহ ধরে তিনি বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। তার বাড়ি থেকে বিষয়টি পুলিশে জানানো হয়েছিল। তবে খাঁচায় ঢুকে সিংহের সঙ্গে কথা বলতে না পারলেও তাকে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। এছাড়া বেড়া ডিঙ্গানোর সময় তার পায়ে আঘাত লাগায় বর্তমানে তাকে হাসপাতালে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার