এম্মা ম্যকাবে নামের এক তরুণী ঠিক করেছেন এবার গাছকেই বিয়ে করবেন। সেই গাছের নাম 'টিম'। সেই গাছের সঙ্গে যৌনতায় লিপ্ত অসম্ভব তৃপ্তি পেয়ে এমন দাবি করেছেন সেই অস্ট্রেলিয়ান তরুণীর। খবর নিউজ অস্ট্রেলিয়ার।
এম্মা জানিয়েছেন, মানুষের সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে তিনি বিরক্ত। তাই জীবনে আর কোনও মানুষকে ভালোবাসবেন না বলে ঠিক করেছেন এম্মা। তার দাবি, এবার তিনি এই গাছটিকেই বিয়ে করবেন। এ বিষয়ে এম্মার পরিবারের মতামত অবশ্য পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর