সাবেক প্রেমিকের কাছ থেকে মাঝে মধ্যে হুমকি আসত। কিন্তু তাতে বিশেষ পাত্তা দিতেন না সেই নারী। একদিন ফেসবুক এসেই হতবাক তিনি। সাবেক প্রেমিক যে এভাবে বিচ্ছেদের বদলা নেবেন, তা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় এক নারীর অশ্লীল ছবি ছড়ানোর অভিযোগে ভারতের বেঙ্গালুরু থেকে বছর ৩৫ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
জানা গেছে, অভিযুক্ত সেই ব্যক্তি প্রথমে ফেসবুকে একটি ফেক প্রোফাইল তৈরি করে। তারপর সেই প্রোফাইল থেকে এক নারীর আপত্তিকর অবস্থার বেশ কিছু ছবি পোস্ট করেন। এরপরেই সেই নারী ও তাঁর স্বামী পুলিশের দ্বারস্থ হন।
জানা যায়, সেই নারীর সঙ্গে আগে প্রেম ছিল অভিযুক্ত ব্যক্তির। পুলিশ সূত্রে খবর, কোনও কারণে তাদের মধ্যে সম্পর্ক ছেদ হয়ে যায়। পরে সেই নারী মুম্বাইতে চলে এসে এক ব্যক্তিকে বিয়ে করেন। এর পরেই সেই নারীকে বিপাকে ফেলতে নতুন ফন্দি আঁটে তার প্রাক্তন প্রেমিক।
আপাতত হাজতে ঠাঁই হয়েছে সাবেক প্রেমিকের। তবে বদলা নিতে সাবেক প্রেমিক যে এমন কাণ্ড করবেন, তা ভেবেই অবাক হয়ে যাচ্ছেন সেই নারী।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর