ফেসবুকে লাইভ এসে আত্মহত্যা করলেন অরিন্দম দত্ত নামে নামে এক যুবক। ফেসবুক লাইভ চালিয়েই আত্মহত্যা করেন তিনি। পুরো ঘটনার ভিডিওই রেকর্ড হয়ে যায় ফেসবুকে। যা থেকে জানা যায়, শনিবার রাত ১০টা নাগাদ আত্মহত্যা করেন অরিন্দম।
মানসিক অবসাদে ভুগছিলেন বছর তিরিশের অরিন্দম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার করা বিভিন্ন পোস্টে ছিল সেই বিষণ্ণতার সুর।
ভারতের জলপাইগুড়ির বাসিন্দা অরিন্দম কর্মসূত্রে শিলিগুড়ির বিবেকানন্দ পল্লিতে একটি বাড়িভাড়া নিয়ে থাকতেন। বেসরকারি কম্পানিতে কর্মরত অরিন্দমের ওইদিন কলকাতা যাওয়ার কথা ছিল। কিন্তু বেলা গড়িয়ে গেলেও ঘর থেকে বের না হওয়ায় সন্দেহ হয় বাড়িওয়ালার। ডাকাডাকির পরেও কোনও সাড়া না মেলায় দরজা ভেঙে তার ঝুলন্ত দেহ দেখতে পান তারা।
সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় শিলিগুড়ি থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। খবর পাঠানো হয়েছে জলপাইগুড়িতে অরিন্দমের বাড়িতেও। তবে কী কারণে অরিন্দম আত্মহত্যা করল, সে বিষয়ে পরিবার বা প্রতিবেশী কেউই নিশ্চিত করে কিছু বলতে পারেনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। যদিও প্রাথমিক তদন্তের পর অনুমান, প্রেমে আঘাত পেয়েই সম্ভবত আত্মহত্যার পথ বেছে নেন অরিন্দম।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন