যুক্তরাজ্যে ৯২ বছর বয়সী এক মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চাওয়ায় নিজের ৭২ বছর বয়সী ছেলেকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, নিজের ছেলেকে হত্যার দায়ে আদালতে হাজির করা হয় অভিযুক্ত বৃদ্ধা আন্না ব্লেসিংকে। কমলা রঙের জাম্পস্যুট পরে, হুইল চেয়ারে করে হাজির হন ওই বৃদ্ধা। আদালতে অভিযোগ করে তিনি বলেন, তার ছেলে তাকে বাড়ি থেকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছিলেন, তাই গুলি করে হত্যা করেছেন।
তবে নিহতের বান্ধবীর দাবি, অনেক বয়স হওয়ায় তিনি ঠিকমত হাঁটতে, খেতে পারতেন না। তাই আমরা পরিকল্পনা করছিলাম ওনাকে অন্যত্র পাঠাতে। যেখানে থাকার জন্য অনেক সুযোগ সুবিধা আছে।
বৃদ্ধা আরও অভিযোগ করে বলেন, আমার ছেলে আমার জীবন শেষ করে দিয়েছে, তাই আমিও তার জীবন শেষ করে দিলাম।
আদালতের বরাত দিয়ে জানা যায়, ঘটনার দিন (সোমবার) ওই বৃদ্ধা ২টি পিস্তল নিয়ে তার ৭২ বছর বয়সি ছেলের ঘরে প্রবেশ করেন। পরপর গুলি ছুড়ে হত্যা করেন নিজের ছেলেকে। গুলি করার পর পিস্তল তাক করেন ছেলের বান্ধবীকে। সৌভাগ্য বশত তিনি বেঁচে যান। তৎক্ষণাৎ ফোন করেন ৯১১। পুলিশ এসে উদ্ধার করে তাকে।
তদন্তকারী দল জানায়, অভিযুক্ত ওই বৃদ্ধার ২টি পিস্তল বৈধ। এখন ওই বৃদ্ধা জেলে আছেন। শিগগিরই তদন্ত করে শাস্তির ব্যবস্থা করা হবে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান