যুক্তরাজ্যের দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্যের পেইংটনের অল্ডওয়ে ম্যানসনে এক মা তার সন্তানকে নিয়ে বেড়াতে বের হয়েছিলেন। আর তখনই ঘটল এক অদ্ভুত ঘটনা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ঘটনা রহস্যের জন্ম দিয়েছে।
সেদিন মায়ের চোখের সামনেই ছেলে সাইকেল চালাচ্ছিল। আর সেই দৃশ্য হাতের স্মার্টফোনের ক্যামেরায় ধারণ করছিলেন তিনি। সব কিছুই ঠিক ছিল। কিন্তু পরবর্তীতে যখন ভিডিওটি দেখা হয় তখনই সামনে আসে অন্য এক তথ্য।
ভিডিওতে সন্তানের মা দেখতে পান কাছের বাড়ির দোতলার জানালায় রহস্যময় নারীমূর্তি তার সন্তানের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কিন্তু তার পোশাক এই সময়ের নয়, ১৯ শতকের গোড়ার দিকের।
ভিডিওটি তিনি যখন ধারণ করেন তখন ছিল বিকেল।
পরে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, সেই বাড়িতে কোনো মানুষ বহুদিন ধরেই থাকে না।
এ ব্যাপারে ব্রিটিশ সংবাদমাধ্যশ মিরর জানায়, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে দ্রুত ভাইরালে পরিণত হয়।
বিডি প্রতিদিন/ ৯ জুলাই ২০১৮/ ওয়াসিফ