গোটা দুনিয়ায় কয়েক বছর যাবৎ একটাই ট্রেন্ড। বিয়ের আগে দারুণ ফটোশুট। ফুলের বাগানে, সবুজ গাছ-গাছালির মাঝে। নদীর পাড়ে, সমুদ্রের পানিতে বর-কনেকে নিয়ে এক অন্যরকম জগৎ তৈরি করে ফেলা।
দেশে-বিদেশে এই ধরনের ফটো এবং ভিডিওশুট এখন খুবই জনপ্রিয়। জীবনের নতুন অধ্যায়কে সুন্দর করে ধরে রাখতে প্রায় সবাই মত্ত এই শুট। তবে এই ফটোশুটের মাঝে যদি ঘটে যায় বিপদ!
ঠিক এরকমই ঘটনা সাক্ষী করলেন নিউইয়র্কের এক দম্পতি। বিয়ের ফটোশুটের সময় হঠাৎ ভেঙে পড়ল গাছের ডাল! আর একটু হলেই, সেই গাছের ডাল ভেঙে পড়ত দম্পতির মাথায়। ভাগ্যের জোডরে বেঁচে গেলেন নিউইয়র্কের দম্পতি চেনেয়া ও লুকাস।
গোটা ভিডিওটি ফেসবুকে শেয়ার করলেন, ফোটোগ্রাফার ফেডি নিজেই! ভিডিও দেখলে হতবাক হয়ে যাবেন।
বিডি প্রতিদিন/০৯ জুলাই ২০১৮/আরাফাত