১৯৮৮ সালে বড় পর্দায় অভিষেকের পর ভারতের প্রধান সারির তারকাদের একজন সালমান খান। ২০১০ সালে 'দাবাং' ছবিটি বক্স অফিস আশাতীত ব্যবসা করায় মহাতারকা বনে যান তিনি। সম্প্রতি ফ্লপ হওয়া তার 'টিউবলাইট' ছবিটিও ১০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে।
সালমানের এ তারকাখ্যাতি বড় পর্দা থেকে স্পর্শ করেছে বাস্তব জীবনকেও। ভারতের উত্তর প্রদেশের গোরাখপুরে একটি ছাগলের নামকরণ করা হয়েছে সালমান খানের নামে। এই নামের জন্য রাতারাতি আলোচনায় চলে এসেছে ছাগলটি।
ঈদুল আজহা উপলক্ষ্যে ছাগলটিকে বিক্রি জন্য তোলা হয়েছে। সালমান খান নামের সেই ছাগলটির দাম নির্ধারণ করা হয়েছে ৫ লাখ রুপি! সূত্র: টাইমস নাউ
বিডি প্রতিদিন/ফারজানা