এবার ক্যামেরায় ধরা পড়ল একদম অন্য চিত্র৷ কাস্টমারের অর্ডার করা খাবারে ভাগ বসাল এক ডেলিভারি ম্যান৷ না, একেবারেই গুজব নয়৷ এমনটাই ঘটেছে চীনে৷ ইতিমধ্যেই স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও৷
সেই ভিডিওতে দেখা গেছে, এক চীনা ডেলিভারি ম্যান লিফটের ভিতরে একটি প্লাস্টিক কনটেইনারে থাকা খাবার খেয়ে নিচ্ছে৷ পরে অবশ্য সে (ডেলিভারি ম্যান) পুনরায় কনটেনারটিকে তার ব্যাগের ভেতরে ভরে ফেলে৷ এখানেই শেষ নয়৷ পরে সে হাত বাড়ায় আরও একটি স্যুপের কনটেইনারের দিকে৷ এরপর এক নিমেষে শেষ করে ফেলে স্যুপের কনটেইনারটিকেও৷ ঘটনায় এখনও পর্যন্ত সামনে আসেনি সেই ব্যাক্তির নাম৷
জানা গেছে, সেই ব্যাক্তি চীনের একটি জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপের (Meituan) কর্মী৷ তার কুকর্মের ভিডিওটি সামনে এলে চাকরি থেকে বরখাস্ত করা হয় তাকে৷ সিসিটিভি ফুটেজটি ফেসবুক পেজে শেয়ার করা হয়৷ এখনও পর্যন্ত প্রায় দুই লাখের বেশি মানুষ ভিডিওটি দেখে ফেলেছে৷
কমেন্ট বক্স ভরেছে হাজারো কমেন্টে৷ কমেন্টে একজন জানান, ‘আমি নিজে খাবার শেয়ার করেছি৷ মানুষ খাবার খাচ্ছে এতে ভুল কোথায়? এটা আমার খাবার৷ শেয়ারিং ইজ কেয়ারিং৷’
তবে এই ধরণের ঘটনা এই প্রথমবার নয়, আগেও ঘটেছে৷ গত বছরও এক ডেলিভারি বয় কাস্টমারের অর্ডার করা স্যুপ খেয়ে শূন্যস্থান পূরণ করেছিলেন মূত্র দিয়ে৷ যা কেড়ে নিয়েছিল তার চাকরি৷
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর