১৭ শতকের দিকে পর্তুগালের কাছে সমুদ্র তলে একটি জাহাজ ডুবির ঘটনা ঘটে। ৪০০ বছর আগে ডুবে যাওয়া সেই জাহাজের সন্ধান মিলল এবার। শুনে অবাক হচ্ছেন, তবে ঘটনা কিন্তু সত্যি।
জাহাজাটিকে নিয়ে পর্তুগালের সমুদ্র উপকূলজুড়ে তল্লাশি চালাচ্ছিলেন প্রত্নতত্ত্ববিদরা। সেখানেই উদ্ধার হয় ৪০০ বছর আগে ডুবে যাওয়া একটি জাহাজের রেক। লিসবনের কাছে ডুবে গিয়েছিল ওই জাহাজ। ভারত থেকেই ওই জাহাজ যাচ্ছিল বলে অনুমান করা হচ্ছে। কারণ জাহাজের সেই রেকে রয়েছে ভারতের মসলা।
প্রজেক্ট ডিরেক্টর জর্জ ফ্রিরে বলেন, হেরিটেজের মূল্য অনুযায়ী, এটাই এই দশকের সেরা আবিষ্কার।
সমুদ্রের ৪০ ফুট গভীর থেকে পাওয়া গিয়েছে ওই শিপ রেক। তাতে পাওয়া গিয়েছে প্রচুর মসলা। রয়েছে ন’টি ব্রোনজের কামান, রয়েছে চিনা সেরামিক এবং বিশেষ ধরনের মুদ্রাও। জিনিসগুলো অক্ষত অবস্থাতেই রয়েছে বলে জানান প্রত্নতত্ত্ববিদরা।
গত ৩ সেপ্টেম্বর পাওয়া গিয়েছে এই জাহাজের রেক। ১৫৭৫ থেকে ১৬২৫-এর মধ্যে এটি ডুবে গিয়েছিল বলে অনুমান করা হচ্ছে। জানা যায়, ওই সময়েই ভারত ও পর্তুগালের মধ্যে মসলা ব্যবসার রমরমা ছিল। এর আগে ১৯৯৪ সালে পর্তুগিজ জাহাজ Our Lady Of Martyrs উদ্ধার হয়।
বিডি-প্রতিদিন/ ই-জাহান