বিয়ে হয়েছে অনেকদিন। কিন্তু প্রথম থেকেই সংসারে শান্তি নেই। কারণ স্বামী দেখতে ভালো নয় ৷ এই নিয়ে দাম্পত্য জীবনে কোনদিন আনন্দের ছিল না সেই দম্পতির৷ তারই জেরে রাগে স্বামী জিভ কেটে নেওয়ার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে ৷
ঘটনাটি ঘটেছে দিল্লির রণহোলা এলাকায়। ঘটনায় গ্রেফতার করা হয়েছে স্ত্রী কাজলকে। দাম্পত্য কলহ থাকলেও সংসার করছিল স্বামী করণ ও তার স্ত্রী কাজল। গত শনিবার দু’জনের মধ্যে ফের ঝামেলা হয় ৷ ঝামেলা মিটিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে শান্ত করতেই জোর করে চুমু খেতে যান করণ। সেই সময় ২২ বছরের কাজল স্বামীর অর্ধেক জিভ কামড়ে ছিড়ে নেয়।
কাজল পুলিশকে জানিয়েছেন, দু’বছর আগে তাদের বিয়ে হয়। কিন্তু স্বামী করণকে ভালো দেখতে নয়। এই নিয়ে বৈবাহিক জীবনে খুশি ছিলেন না কাজল।
করণ এখন হাসপাতালে চিকিৎসাধীন। জিভে ছিড়ে যাওয়ায় কথা বললে পারছেন না তিনি। তার লিখিত অভিযোগের ভিত্তিতেই স্ত্রী কাজলকে গ্রেফতার করেছে পুলিশ। চিকিৎসকেরা জানিয়েছেন ভবিষ্যতে কোনওদিন করণ কথা বললে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়ে যাচ্ছে ৷
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর