'হোম সুইট হোম' কথাটা যে এমন আক্ষরিক হতে পারে তা প্রমাণ হয়েছে ফ্রান্সে। চকোলেট প্রেমীরা স্বপ্নে নিশ্চয়ই অনেকবার দেখেছেন চকোলেটের বাড়ি, চকোলেটের শহর, চকোলেটময় একটা পৃথিবী? এই স্বপ্ন বাস্তব হয়েছে।
ফ্রান্সে একটি কটেজ তৈরি হয়েছে সম্পূর্ণ চকোলেট দিয়ে। হ্যাঁ, খাওয়া যায় এমন চকোলেট দিয়েই তৈরি হয়েছে এই কটেজটি। প্যারিসের দক্ষিণ পশ্চিম শহরতলিতে অবস্থিত সেভরেস অঞ্চলে এক চকোলেট কটেজটি নির্মিত হয়েছে। শিল্পীর নাম জঁ-লুক দেক্লুজিউ। চকোলেট দিয়ে নানা শিল্পকর্মের জন্য ইতিমধ্যেই বিখ্যাত তিনি।
কটেজটি সম্পূর্ণ চকোলেট দিয়ে নির্মিত। ছাদ, মেঝে, ফায়ারপ্লেস, ঘড়ি, বই এমন কি ঝাড়বাতি পর্যন্ত চকোলেট দিয়ে বানানো। বাড়িতে ফুল ও পুকুরও চকোলেট দিয়ে তৈরি করা! শুনেই অবাক লাগছে? স্বাভাবিক।
বাচ্চা থেকে বুড়ো সকলেই চকোলেট ভীষণ ভালোবাসেন। স্বাভাবিকভাবেই ভাইরাল হয়েছে এই চকোলেট কটেজের ছবি। এখানে রয়েছে একটি কর্মশালা। রয়েছে চকোলেটের তৈরি বাগানও।-এনডিটিভি
বিডি প্রতিদিন/ ০১ অক্টোবর ২০১৮/আরাফাত