নিত্যদিন তিনি ওভেনে রান্না করেন৷ সেদিনও চিপস বানাবেন বলে ওভেন খুলেছিলেন এক ব্রিটিশ নারী৷ আর ওভেন খুলতেই চোখ ছানাবড়া হওয়ার জোগাড় তার। কারণ ওভেনের ভিতর গুটিয়ে বসে রয়েছে ৩ ফুট লম্বা সাপ!
ব্রিটেনের স্টকপোর্টের ৮২ বছরের সেই নারীর ফোন পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রয়্যাল সোসাইটি অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যালস৷ তাদেরকে সেই নারী জানান, ওভেন খুলতেই যা চমকে উঠেছি। জীবনে কোনও দিন এত বড় ভয় পাইনি আমি৷ চিন্তা করতেই গা শিউরে উঠছে।
তিনি বলেন, কিছুদিন আগে চোখের ছানি অপারেনশন হয়েছে আমার৷ তাই ভাবছিলাম ভুল দেখছি৷ কিন্তু আমার স্বামীও সাপটি দেখতে পায়৷ আমরা প্রাণিদের খুব ভালোবাসি এবং নিরাপদভাবে সাপটি উদ্ধার করা হয়েছে জানতে পেরে আমরা খুবই খুশি।
গত ২৮ সেপ্টেম্বর স্টকপোর্ট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়্যাল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েল্টি টু অ্যানিমেলস (আরএসপিসিএ) নামের একটি সংস্থা। আরএসপিসিএ ইন্সপেক্টর অ্যান্ডি হ্যারিস জানিয়েছেন, সাপটা আফ্রিকান ব্রাউন স্নেক৷
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর