শিঙাড়ার নাম শুনলেই জিভে পানি আসে৷ শীতের সকাল হোক বা বৃষ্টিভেজা বিকেল, শিঙাড়ার প্রেমে সব সময়ই হাবুডুবু খায় ভোজন রসিকরা৷ সেই শিঙাড়াকে এবার ট্রোলিং'র শিকার হতে হলো সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে।
সম্প্রতি প্যাস্ট্রি উইক উদযাপন করেছে ব্রিটিশ কুকিং রিয়্যালিটি শো দ্য গ্রেট ব্রিটিশ বেক-অফ৷ সেখানেই সামোসা স্পেশাল সেকশনে 'সুইট শিঙারা' বানিয়েছিলেন এক প্রতিযোগী৷ কোট-টাই পরা সেই শিঙাড়ার ছবি টুইটারে দেখেই বেজায় চটেছেন টুইটার ব্যবহারকারীরা৷
এরপর শুরু হয় একের পর এক বিস্ফোরক ট্রোল। অনেকে টুইটারে মন্তব্য করেছে, মিষ্টি শিঙাড়া উড়ে এসেছে কীভাবে? কেউ বলেছে মিষ্টি শিঙাড়া শিঙাড়াই ন।আবার কারও মতে মিষ্টি শিঙাড়া 'টোটাল বুলশিট!'
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর