শিরোনাম
২৩ জুলাই, ২০১৯ ১০:১১

আটকা পড়া ২০ তিমির প্রাণ বাঁচালো পর্যটকরা

অনলাইন ডেস্ক

আটকা পড়া ২০ তিমির প্রাণ বাঁচালো পর্যটকরা

যুক্তরাষ্ট্রে জর্জিয়ার সেন্ট সিমন্স দ্বীপের পূর্ব সৈকতে ঘটেছে অদ্ভুত এক ঘটনা। সমুদ্র সৈকত থেকে বেশ কয়েকটি নীল তিমিকে ঠেলে সমুদ্রের নোনা পানিতে ভাসিয়ে দিয়েছেন পর্যটকরা। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি সেই ভিডিও ভাইরাল হয়েছে। ডেইলি মেইল জানিয়েছে, ঘটনাটি ঘটেছে গত বুধবার।

এ ব্যাপারে ঘটনাস্থলে সে সময় উপস্থিত এক নারী পর্যটক গণমাধ্যমকে জানায়, সমুদ্রের স্রোতে ২৩টি তিমি ভেসে এসে সৈকতের বালিতে আটকে যায়। আমরা দূর থেকে মনে করছিলাম ওগুলো ডলফিন। দৌড়ে কাছে গিয়ে চমকে যাই অনেকে। দেখি এক ঝাঁক তিমি। এরপর উপস্থিত পর্যটকরা ২০টি তিমিকে ঠেলতে ঠেলতে পানিতে নিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু এরই মধ্যে তিনটি তিমির মারা যায়।

এ ঘটনার খবর পেয়ে ওই এলাকার বন্যপ্রাণী ও সামুদ্রিকপ্রাণী সংরক্ষণ বিভাগের এক কর্মকর্তা জানান, প্রায় ২০টি তিমিকে পানিতে ফেরত পাঠানো হয়েছে। তবে তিনটি তিমিকে পানিতে পাঠানোর আগেই মারা যায়।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর