২৩ জুলাই, ২০১৯ ১১:৩১

নিউজিল্যান্ডে মিলল বিরল সাদা ডলফিন

অনলাইন ডেস্ক

নিউজিল্যান্ডে মিলল বিরল সাদা ডলফিন

সংগৃহীত ছবি

সম্প্রতি বিরল প্রজাতির একটি সাদা ডলফিনের দেখা মিলেছে নিউজিল্যান্ডের সমুদ্রপ্রণালীতে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, দেশটির দক্ষিণ দ্বীপাঞ্চলের কুইন চার্লোট প্রণালীতে ডলফিনটির দেখা পাওয়া যায়।

এ সংক্রান্ত এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি বণ্যপ্রাণী বিষয়ক পর্যটন সংস্থা ই-কো ট্যুরসের আয়োজিত এক সফরে কুইন চার্লোট প্রণালী দিয়ে জাহাজে করে যাওয়ার পথে যাত্রীরা ওই সাদা ডলফিনটিকে দেখতে পান। বেশ কিছু সাধারণ ডলফিনের ঝাঁকের সঙ্গে সেটি সাঁতার কাটছিল। 

ই-কো ট্যুরসের সত্বাধিকারী ও জাহাজের ক্যাপ্টেন পল কেটিং জানান, দুই সপ্তাহ আগে তিনি ওই ডলফিনটি দেখতে পান। এটি এখন পর্যন্ত অধরা ছিল। তার মেয়ে ডলফিনটিকে ‘ভূত’ নাম দিয়েছে বলে জানান তিনি। 

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে শ্বেতী রোগগ্রস্ত একটি ডলফিনের ছবি বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর