যৌতুক না দেয়ায় স্ত্রীর নগ্ন ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছেন এক স্বামী। এ ঘটনায় স্বামীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন স্ত্রী। ভারতের পশ্চিমবঙ্গের ভুবনেশ্বরে এ ঘটনা ঘটেছে। স্বামীর নাম নলিনী রঞ্জন প্রধান। ভুক্তভোগী নারী একজন স্কুল শিক্ষিকা।
তিনি জানান, শ্বশুর বাড়িতে প্রায়ই অকথ্য নির্যাতন সহ্য করতে হতো। না দেওয়ায় তাই তার অশ্লীল ভিডিও তৈরী করেন স্বামী। তাকে নগ্ন করে ছবিও তোলেন। তারপর সোশ্যাল মিডিয়ায় সেগুলো প্রকাশ করে দেন।
এ বিষয়ে অভিযুক্ত স্বামীর বক্তব্য, বাপের বাড়ি থেকে টাকা না আনার জন্যই তিনি নিজের স্ত্রীর ন্যুড ছবি ভাইরাল করে দিয়েছেন।
এ ঘটনায় শিক্ষিকা স্থানীয় থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছেন। তিনি জানান, ওই নারীকে মানসিক এবং শারীরিকভাবে অনেকদিন ধরে অত্যাচার করা হচ্ছিল। তিনি ভালবেসে বিয়ে করেছিলেন নলিনী রঞ্জন প্রধানকে। তাদের দু'বছর বয়সী একটি বাচ্চাও আছে।
বিডি প্রতিদিন/ফারজানা