সারাদিন ধরে অনলাইন শপিংয়ে ব্যস্ত স্ত্রী। তার থেকেও বেশি ভালোবাসেন যখন প্রডাক্ট বাড়ি আসার পর প্যাকেট খুলতে বসেন তিনি। সেই স্ত্রীর জন্মদিনেই সেরা উপহার দিয়ে চমকে দিলেন স্বামী। না কোনো অনলাইন গিফট নয়। তিনি এমন বার্থ ডে কেক উপহার দিলেন, যা দেখতে হুবহু 'Amazon delivery box'-এর মতো।
এমিলি ম্যাকগুইয়ের জন্মদিনে তার স্বামী ওয়েলন'Amazon delivery box'-এর মতো কেক উপহার দিয়ে চমকে দিলেন। পেশায় ফটোগ্রাফার ওয়েলন নর্থ ক্যারোলিনার সুইট ড্রিমস বেকারি থেকে এই কেক অর্ডার দিয়েছিলেন। এর আগে ওই দোকানের পাশ দিয়ে যাওয়ার পথে ঠিক এমন কেক দেখতে পেয়েছিলেন। স্ত্রীকে এই উপহার দেওয়ার পর ফেসবুকে ছবিও শেয়ার করেছেন ওয়েলন।
অভিনব কেক দেখে আপ্লুত নেটিজেনরাও। বহু মানুষ শেয়ার করেছেন ওই কেকের ছবি আর লাইকও করেছেন ততোধিক মানুষই প্রায়। এর মধ্যেই ওই পোস্টের লাইক প্রায় ২৬ হাজার ছাড়িয়ে গিয়েছে।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ