টেলিভিশনে লাইভে পাহাড়ি ছাগল হত্যার পর রান্না করে বিপাকে পড়েছেন তারকা রন্ধনশিল্পী গর্ডন রামসে। ন্যাশনাল জিওগ্রাফিক টিভি শোতে তিনি রান্নার অনুষ্ঠান করার সময় এ কাণ্ড ঘটিয়েছেন। এ কাজের জন্য গর্ডনকে অবিবেচক ও নিষ্ঠুর আখ্যা দেয়া হচ্ছে।
নতুন জায়গায় নিত্য নতুন খাবার আবিষ্কার করে আলোচিত গর্ডন। তার সিরিজটি শুরু হয়েছিল দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে। পরে তিনি আদিবাসী সম্প্রদায় মাওরিদের খাবারের রহস্য উদঘাটনে পাড়ি জমান নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে।
নিউজিল্যান্ডের রন্ধনশিল্পী মনিক ফিসো তাতে নেতৃত্ব দেন এবং খাওয়ারযোগ্য বিভিন্ন বন্য পাতার সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরে পাহাড়ি ছাগল মারতে পাঠান গর্ডনকে। লাইভে ছাগল হত্যা করে বিতর্কের মুখে পড়েন তিনি।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/ফারজানা