ভারতের সবচেয়ে দামী চায়ের রেকর্ড নিজেদের দখলে নিয়েছে আসাম রাজ্য। মনোহারী ব্রান্ডের ওই হাতে বানানো চা তৈরি করেছেন রঞ্জন লোহিয়া। তিনি আসামে তার তিনটি এস্টেটে বার্ষিক ২৫ লাখ কেজি চা উৎপাদন করেন। এ বছর হাতে বানানো চা করা হয় ৫ কেজি।
গত মঙ্গলবার গুয়াহাটিতে চা নিলাম কেন্দ্রে ওই হাতে বানানো চায়ের ২ কেজি বিক্রি করা হয়েছে। প্রতি কেজি বিক্রি হয়েছে ৫০ হাজার রুপি করে। ভারতে যা সর্বোচ্চ দামের রেকর্ড।
রঞ্জন লোহিয়া বলেছেন, এ ধরনের হাতে বানানো চা তৈরি করতে আমাদের আগামী বছরের এই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। সূত্র: দ্য হিন্দু
বিডি প্রতিদিন/ফারজানা