৩১ জুলাই, ২০১৯ ২১:১৯

নদীতে ভাসছে পাঁচতলা ভবন! (ভিডিও)

অনলাইন ডেস্ক

নদীতে ভাসছে পাঁচতলা ভবন! (ভিডিও)

চীনের একটি নদীতে ভেসে যাচ্ছে একটি পাঁচতলা ভবন। স্বাভাবিকভাবে মনে হবে স্রোতে ভেসে চলেছে বহুতল ওই ভবনটি। গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এমন একটি ভিডিও আপলোড করা হয়। আর এতেই নেট দুনিয়ায় শুরু তোলপাড়।

মাসিমো নামে এক ব্যক্তি টুইটারে ১১ সেকেন্ডের ওই ভিডিওটি আপলোড করেন। 

তবে ভিডিওটি ভালো করে খেয়াল করে দেখলে বোঝা যাচ্ছে, ভবনটির পেছনের অংশে ইঞ্জিন রয়েছে। আর সেটি দিয়েই নদীতে নিজের গতিতে চলছে ভবনটি।

ভবনটি প্রকৃতপক্ষে একটি ভাসমান রেস্তোরাঁ। যেটি চীনের ইয়াংসি নদীতে ভেসে বেড়াচ্ছে। তবে ভিডিওটি ধারণ করা হয় ২০১৮ সালে। কিন্তু সম্প্রতি আবার সেটি পোস্ট করার পরই ভাইরাল হয়। ভিডিওটি পোস্ট করে সেখানে লেখা হয়েছে, নীতিগত পরিবর্তনের কারণে রেস্তোরাঁ কর্তৃপক্ষ সেটিকে স্থানান্তরিত করছে।

ভিডিওটি ২০১৮ সালের নভেম্বরে সিজিটিএন নামক একটি সংবাদ মাধ্যমের ইউটিউবে প্রথম শেয়ার করা হয়। তখনই জানা যায়, নদীতে দূষণ ছড়ানোর কারণে ইম্প্রেশন জিয়ানজিং নামের এই রেস্তোরাঁটিকে স্থানান্তরিত করা হচ্ছে।

বিডি প্রতিদিন/৩১ জুলাই, ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর