লিফটের ভেতরে হুট করেই ভাইয়ের গলায় আটকে গেছে দড়ি। আর মৃত্যুর সঙ্গে লড়াই করা পাঁচ বছরের ছোট সেই ভাইয়ের প্রাণ বাঁচাল তার বড় বোন। সে বড় বোন যদিও বয়সে খুবই ছোট। ইস্তানবুলের তুর্কির এই ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে।
ভিডিওতে দেখা যাচ্ছে, এলিভেটরে ছোট ভাইটি তার আর এক বন্ধুর সঙ্গে ঢুকছে। সঙ্গে রয়েছে তার সেই বোন। এলিভেটরের দরজা বন্ধ হতেই দড়িটি আটকে যাচ্ছে দরজায়। আর তারপরেই হুট করে দড়িটি আটকে যাচ্ছে ওই শিশুর গলায়। এতটাই জোড়ে তার গলায় আটকে যাচ্ছে যে, শেষ পর্যন্ত সেই দড়ি ওই শিশুর গলায় লেগে ছিটকে তাকে দরজা পর্যন্ত নিয়ে যাচ্ছে। আর সে তখন দড়িতে ঝুলছে।
অবাক হয়ে দরজার দিকে তাকিয়ে দেখছে ওই শিশুর সেই বন্ধু। এমণ অবস্থায় লিফটের ভেতরেই ভাইকে বাঁচাতে চলে আসে তার বোন। ভাইকে বাঁচিয়ে নিরাপদে গলা থেকে দড়ি বের করে সে। যার ফলে নিশ্চিত মৃত্যুর কবল থেকে বেঁচে ফেরে ছোট ছেলেটি।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ