২২ বছর ধরে ক্যালিফোর্নিয়ার এক ভূতুড়ে শহর শেরো গর্ডোরে বসবাস করছেন রবার্ট লুইস ডেমারাইস নামের এক ব্যক্তি। স্প্যানিশ ভাষায় শেরো গর্ডোর মানে সমতল পাহাড়। আর এই পাহাড়েই এক সময় ছিল ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বড় রুপার খনি। ডেমারাইসের এখানে থাকার তার একমাত্র উদ্দেশ হচ্ছে পাথরের খাঁজে লুকিয়ে থাকা রুপা খুঁজে বের করা।
রুপার লোভে ৮০০ ফুট পর্যন্ত খুঁড়েছেন তিনি। এখন পর্যন্ত যে কিছুই পাননি বিষয়টি তেমন না। বিভিন্ন সময়ে পেয়েছেন রুপার টুকরো। তাও এক ঠেলাগাড়ি পরিমাণ। ছোটো ছোটো রুপার যে টুকরোগুলো পেয়েছেন সেগুলো তিনি বিক্রি করেন বেড়াতে আসা পর্যটকদের কাছে। ছোটো ছোটো টুকরোগুলো পাঁচ ডলার থেকে সর্বোচ্চ ২০ ডলার পর্যন্ত দামে বিক্রি করেন।
তবে শেরো গর্ডোতে যারা বেড়াতে আসেন, তাদের বেশ আগ্রহ নিয়েই চারপাশ ঘুরিয়ে দেখান ডেমারাইস। এমনকি পর্যটকদের তিনি খনির ভেতরেও নিয়ে যেতে আগ্রহী। কিন্তু শহরের মালিক লস এ্যাঞ্জেলসের ব্যবসায়ী ব্রেন্ট আন্ডারউড এবং জন বায়ের তাকে কখনোই সে অনুমতি দেন না। নতুন মালিকেরা তাকে নিযুক্ত করেছেন মূলত শহরের কেয়ারটেকার হিসেবে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ ওয়াসিফ