সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় রানু মণ্ডলের গানের ভিডিও। ভিডিওকে কেন্দ্র করে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হওয়ায় জেরে প্রায় দশ বছর পরে মাকে দেখতে এলেন মেয়ে।
রবিবার ভারতের বীরভূমের সিউড়ি থেকে রানাঘাট বেগোপাড়ার বাড়িতে মায়ের কাছে এসেছিলেন মেয়ে সাথী রায়।
সাথী বলেন, ‘মা মানসিক ভারসাম্য হারিয়ে রাস্তায় ঘুরতেন। কিন্তু এখানে আসার সুযোগ কম ছিল। ব্যক্তিগতভাবে আমিও কিছু সমস্যা নিয়ে থাকি। তাই বছর দশেক আসতে পারিনি।
সোশ্যাল মিডিয়ায় রানুর গানের ভিডিও পোস্ট করে রানুর প্রতিভা মানুষের কাছে তুলে ধরেছিলেন অতীন্দ্র চক্রবর্তী। তিনি বলেন, ‘বেশি আনন্দ পেলাম মা-মেয়েকে এক জায়গায় এনে দিতে পেরে।’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন