ভারতের উত্তরপ্রদেশের বান্দা জেলার একটি গ্রামে করোনাভাইরাস প্রতিরোধে নিজের জিহ্বা কেটে মন্দিরে দান করে এক কিশোরী। এ বিষয়ে গুজব ছড়িয়েছিল দেশ থেকে করোনাভাইরাস তাড়াতেই এমন কাণ্ড ঘটিয়েছেন ব্রাহ্মণরা। দাবি করা হয়েছিল, উত্তরপ্রদেশে ব্রাহ্মণরা শিব মন্দিরে দেবতাকে সন্তুষ্ট করতে অষ্টম শ্রেণীর ওই কিশোরীর জিভ কেটে নিয়েছেন।
তবে অনুসন্ধ্যানে সেটি ভুয়া প্রমাণিত হয়েছে। নিজের গ্রামকে করোনামুক্ত করতে কিশোরী নিজেই এমন কাণ্ড ঘটিয়েছে।
সংশ্লিষ্ট এলাকার অ্যাডিশনাল এসপি লাল ভারত কুমার পাল বলেন, মেয়েটি নিজেই জিভ কেটেছে। তদন্তে আমরা এরকম কোনও তথ্য পাইনি যে, কেউ তাকে জিভ কাটার নির্দেশ দিয়েছে বা জোর করে কেটে দিয়েছে। এই ধরনের অভিযোগ পরবর্তীতেও এলে, আমরা তা খতিয়ে দেখব।
সূত্র: এই সময়
বিডি প্রতিদিন/ফারজানা