৯ জানুয়ারি, ২০২২ ১১:০৩

যে কারণে করোনা আক্রান্ত ছেলেকে গাড়িতে বন্দী রেখেছিলেন মা

অনলাইন ডেস্ক

যে কারণে করোনা আক্রান্ত ছেলেকে গাড়িতে বন্দী রেখেছিলেন মা

সারাহ বিম

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত ১৩ বছরের ছেলেকে গাড়ির ডিকিতে বন্দী রাখায় শিক্ষিকা মাকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে শিশুর জীবন ঝুঁকিতে ফেলে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। আমেরিকার টেক্সাসে ৩ জানুয়ারি এ ঘটনা ঘটেছে। নিজেকে সংক্রমণের হাত থেকে বাঁচাতে এমন কাণ্ড ঘটান ওই মা। খবর স্কাই নিউজের।

ছেলে কোভিড আক্রান্ত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন সারাহ বিম নামের ৪১ বছর বয়সী ওই নারী। ছেলের আবারও কোভিড পরীক্ষা করানোর জন্য গাড়িতে তুলেছিলেন ঠিকই, কিন্তু গাড়ির আসনে নয়, ডিকিতে ঢুকিয়ে দিয়েছিলেন। ওই অবস্থাতেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছান।

এক প্রত্যক্ষদর্শীর দাবি, পরীক্ষাকেন্দ্রে সারাহ বিমের গাড়ি থামতে ডিকির ভিতর থেকে বাচ্চা ছেলের কান্নার আওয়াজ পান। তার সন্দেহ হওয়ায় পরীক্ষাকেন্দ্রের বাকি লোকজনকে ডেকে আনেন। ডিকি খুলতেই সকলে অবাক হয়ে যান। ভিতরে ছেলেটিকে গুটিসুটি মেরে শুয়ে থাকতে দেখেন তারা। এর পরই সারাহ বিমকে জেরা করেন পরীক্ষাকেন্দ্রের কর্মীরা।

সারাহ জানান, ছেলে কোভিডে আক্রান্ত। তার পরীক্ষা করাতে নিয়ে এসেছেন। ছেলের থেকে যাতে তিনি কোভিডে সংক্রমিত না হন, তাই গাড়ির ডিকিতে আটকে রেখেছিলেন। সিটে বসাননি।

পরীক্ষাকেন্দ্রের কর্মীরা জানান, ছেলেকে গাড়ির সিটে বসানোর পর তারা পরীক্ষা করবেন। এরপর পুলিশকে এ ঘটনা জানান তারা। 

সারাহ বিম ১০ বছর ধরে সাইপ্রেস-ফেয়ারব্যাঙ্কস স্কুলে পড়াচ্ছেন। তাকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। 

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর