১৬ জুলাই, ২০২২ ১৩:৪০

এক আংটিতে ২৪ হাজার ৬৭৯ হীরা, বিশ্ব রেকর্ড

অনলাইন ডেস্ক

এক আংটিতে ২৪ হাজার ৬৭৯ হীরা, বিশ্ব রেকর্ড

মাশরুমের আদলে তৈরি এক আংটিতে ২৪ হাজার ৬৭৯ হীরা

বিশ্বের বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর দ্বারা তৈরি নানা রেকর্ড নিয়মিত স্থান পেয়ে আসছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। এবার এক অবিশ্বাস্য রেকর্ড তৈরি করেছে ভারতের কেরালাভিত্তিক এসডব্লিউএ ডায়মন্ডস। 

এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে সংস্থাটি জানিয়েছে, কীভাবে তারা ‌‌‌‌'এক রিংয়ে সবচেয়ে বেশি হীরা সেট' করেছেন, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে। গত ৫ মে কেরালার কারাথোডের সংস্থাটি এই রেকর্ডটি অর্জন করে।

মাশরুম-থিমযুক্ত এই আংটির নাম 'অমি'। এটি তৈরিতে ২৪ হাজার ৬৭৯টি প্রাকৃতিক হীরা ব্যবহার করা হয়েছে।  মাশরুম 'অমরত্ব' ও 'দীর্ঘায়ু'কে প্রতিনিধিত্ব করে। আর অমি সংস্কৃতে অমরত্বকে বোঝায়।

এসডব্লিউএ ডায়মন্ডস বলেছে, এই আংটিটি তাদের ব্র্যান্ডের প্রতি গ্রাহকের দৃষ্টি আকর্ষণ করার জন্য তৈরি করা হয়েছিল।

সংস্থাটি জানায়, এই আংটির ওজন ৩৪০ গ্রাম এবং দাম প্রায় ৯৫,২৪৩ ডলার।

সূত্র : হিন্দুস্তান টাইমস

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ


 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর