মাউন্ড এভারেস্টে এক পর্বতারোহী পা খুঁজে পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে একশ' বছর আগে নিখোঁজ হওয়া এক ব্রিটিশ পর্বতারোহী পা এটি। সাম্প্রতিক এই আবিষ্কারে বড় একটি রহস্যের সমাধান হচ্ছে বলেই মনে করা হচ্ছে।
অ্যান্ড্রু কমিন স্যান্ডি আরভিন ১৯২৪ সালে তার সঙ্গী জর্জ ম্যালোরিকে নিয়ে এভারেস্টে ওঠার পদক্ষেপ নেন। তার পর থেকেই নিখোঁজ ছিলেন এই যুগল। এরপর প্রেমিকার দেহাবশেষ পাওয়া গেলেও নিখোঁজ ছিলেন আরভিন।
তবে গত মাসে ন্যাশনাল জিওগ্রাফিক ডকুমেন্টারির একটি দল এভারেস্টে একটি পায়ের সাথে ধাক্কা খায়। হীমবাহ গলে যাওয়া এই পা'টি বেরিয়ে আসে।
বিখ্যাত অভিযাত্রিক জিমি চিন এই টিমের নেতৃত্বে ছিলেন। এই মুহূর্তকে তিনি স্মরণীয় ও আবেগঘন বলে আখ্যা দিয়েছেন।
অনেকেই ধারণা করছেন, এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে সর্বপ্রথম মানব হিসেবে এভারেস্টে পৌঁছানোর ২৯ বছর আগে হয়তো অ্যান্ড্রু কমিন স্যানডে আরভিন প্রথম আরোহী হিসেবে সফল হয়েছিলেন।
বছরের পর বছর ধরে আরভিনের দেহ খোঁজা হয়। ওই সময়ে তিনি তার সঙ্গে একটি পুরাতন ক্যামেরা নিয়েছিলেন চিত্র ধারণা করার জন্য।
ন্যাশনাল জিওগ্রাফিকের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ কর্তৃপক্ষ খুঁজে পাওয়া পায়ের পরিচয় নিশ্চিত করার জন্য ডিএনএ পরীক্ষা করবেন। এ জন্য তারা বিদেশি, কমনওয়েলথ এবং ডেভেলপমেন্ট অফিসারের মন্তব্য চেয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        