প্রিয় জনের মৃত্যুর পর শ্রদ্ধা জানাতে অনেকেই শেষকৃত্য অনুষ্ঠান আয়োজন করেন এলাহীভাবে। কিন্তু তাই বলে গাড়ির ‘শ্রাদ্ধ’? তাও আবার ৪ লক্ষ রুপি খরচ করে, দেড় হাজার লোক খাইয়ে?
হ্যাঁ, এমন কাণ্ডই ঘটেছে ভারতের গুজরাটে। ১২ বছরের পুরনো প্রিয় গাড়িকে এক ব্যবসায়ী বিদায় জানিয়েছেন জমকালো অনুষ্ঠান করে। সেই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে গুজরাটের আমরেলি জেলায়। নির্মাণ ব্যবসায়ী সঞ্জয় পোলারা মনে করেন তার সৌভাগ্যের চাবিকাঠি ১২ বছরের পুরনো তার ওই গাড়ি। মনে করেন, তার ব্যবসায়িক সাফল্য, সুনাম সবই ওই গাড়ির জন্য। তাই সম্প্রতি সেই গাড়ি বিক্রি করে দেওয়ার বদলে সেটির ‘শ্রাদ্ধ’ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সেই মতো গাড়িটিকে ফুল-মালা দিয়ে ঢেলে সাজিয়ে মাটি থেকে ১৫ ফুট নীচে চাপা দিয়ে দেওয়া হয়। এর পর আগত অতিথিদের জন্য খাওয়াদাওয়ার ব্যবস্থাও করা হয়। অনুষ্ঠানে অতিথিদের পাশাপাশি পুরোহিতেরাও ছিলেন। সেই ভিডিও প্রকাশ্যে এসেছে।
গাড়ির শ্রাদ্ধ দেওয়ার পর সঞ্জয় জানিয়েছিলেন, ভবিষ্যত প্রজন্মের কাছে গাড়িটির প্রতি ভালবাসা এবং স্মৃতি তৈরি করার জন্য অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন তিনি।
এক্স হ্যান্ডলে পোস্ট করা ভিডিওটি ইতোমধ্যেই বহু মানুষ দেখেছেন। অনেকে মজার মজার মন্তব্যও করেছেন ভিডিওটি দেখে।
বিডি প্রতিদিন/নাজমুল