ভ্যালেন্টাইন সপ্তাহ পালন করা হচ্ছে গোটা বিশ্ব জুড়ে সেই সপ্তাহের মধ্যে ১০ ফেব্রুয়ারি দিনটিকে বেছে নেয়া হয়েছে ‘টেডি ডে’ হিসেবে। প্রেমিক-প্রেমিকাকে উপহার দিলে যেমন উষ্ণতা বাড়ে সম্পর্কে, তেমনই উপহার হিসেবে শিশুদেরও দারুণ পছন্দ টেডি বিয়ার।
ভ্যালেন্টাইন সপ্তাহের চতুর্থ দিন আজ। এ দিনটি উদযাপনে প্রতি বছর ১০ ফেব্রুয়ারি সারা বিশ্বে ‘হ্যাপি টেডি ডে’ পালন করা হয়। প্রেমিক-প্রেমিকাকে উপহার দিলে যেমন উষ্ণতা বাড়ে সম্পর্কে, তেমনই উপহার হিসেবে শিশুদেরও দারুণ পছন্দ টেডি বিয়ার। এ খেলনাটি বয়স নির্বিশেষে সব মানুষকেই খুশি করে।
সম্ভবত এ কারণেই ভ্যালেন্টাইন সপ্তাহে টেডিদের একটি পুরো দিন উৎসর্গ করা হয়। এ দিনটিতে তাই ছেলে এবং মেয়ে উভয়ই একে অপরকে টেডি বিয়ার উপহার দিয়ে থাকে।
টেডি বিয়ার প্রেমিক যুগলদের মধ্যে একটি প্রতীকী উপহার বলা যায়। টেডি বিয়ার উপহার দেওয়ার পিছনে মূল কারণটি হলো প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশ করা, তাদের খুশি করা।
আপনি যখন দূরে থাকেন তখন প্রিয়জন আপনার পাঠানো নরম টেডিকে জড়িয়ে ধরে আপনার অস্তিত্ব অনুভব করার সুযোগ খোঁজে টেডির মধ্যে।
এতে ব্যস্তময় জীবনে কাজের চাপের মধ্যে নরম টেডিকে জড়িয়ে ধরে মন মেজাজ মুহূর্তে ঠিক হয়ে যেতে পারে। খুব চাপের মাঝেও মুখে ফুটে উঠতে পারে প্রশান্তির হাসি।
পাশ্চাত্য সাহিত্যের অনেক গল্পে টেডি বিয়ারকে গোপন রক্ষক হিসেবেও বিবেচনা করা হয়। অস্বীকার করার কোনো উপায় নেই যে যখন কেউ একা অনুভব করেন তখন টেডি বিয়ারকে জড়িয়ে ধরার মাধ্যমে আত্মার একাকিত্ব, কষ্ট সহজে ভোলা সম্ভব।
তাই নিজের অনুপস্থিতি ঘোচাতে প্রিয়জনদের পছন্দের টেডি উপহার দিতে পারেন। বন্ধু, আত্মীয় এমনকি বাবা-মাকেও এই উপহার দিতে পারেন। এতে তারা খুশি হবেন।
বিডি-প্রতিদিন/বাজিত