দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন লুট হওয়া একটি শিল্পকর্ম ৮০ বছর পর খুঁজে পাওয়া গেছে আর্জিন্টিনায়। একটি বাড়ি বিক্রির বিজ্ঞাপন থেকে বিষয়টি সামনে আসে।
বিবিসির তথ্য অনুযায়ী, ইতালীয় চিত্রশিল্পী জিউসেপ্পে গিসলান্দির আঁকা ‘পোর্ট্রেট অব আ লেডি’ নামের ছবিটি বুয়েনস আইরেসের কাছে একটি বাড়ির বসার ঘরে ঝুলতে দেখা যায়। বাড়িটির মালিক ছিলেন একজন সাবেক জ্যেষ্ঠ নাৎসি কর্মকর্তা। তিনি যুদ্ধের পর দক্ষিণ আমেরিকায় পালিয়ে গিয়েছিলেন। বাড়িটি বিক্রির জন্য তার মেয়ে বাজারে তোলার পরেই ছবিটি শনাক্ত হয়।
চিত্রকর্মটি আগে থেকেই আন্তর্জাতিকভাবে যুদ্ধকালে হারানো শিল্পকর্মের তালিকায় ছিল। এটি ডাচ ইহুদি শিল্প ব্যবসায়ী জ্যাক গাউডস্টিকারের সংগ্রহের অংশ। তিনি যুদ্ধের সময় বহু ইহুদিকে পালাতে সাহায্য করেছিলেন। তবে নিজে নেদারল্যান্ডস থেকে পালানোর সময় জাহাজ দুর্ঘটনায় মারা যান।
তার মৃত্যুর পর নাৎসিরা তার সংগ্রহ থেকে ১১০০টিরও বেশি শিল্পকর্ম জোরপূর্বক নিয়ে নেয়। যুদ্ধ শেষে কয়েকশ’ শিল্পকর্ম উদ্ধার করে আমস্টারডামের রাইকসমিউজিয়ামে রাখা হয়। ২০০৬ সালে গাউডস্টিকারের উত্তরাধিকারী মারেই ভন সাহার ২০২টি শিল্পকর্ম ফেরত পান। তবে গিসলান্দির আঁকা কন্তেসা কোলিওনির প্রতিকৃতি তখনো নিখোঁজ ছিল।
তদন্তে জানা যায়, ছবিটি এসএস অফিসার ও গোরিংয়ের ঘনিষ্ঠ সহকারী ফ্রিডরিখ ক্যাডজিয়েনের কাছে ছিল। যুদ্ধশেষে তিনি সুইজারল্যান্ড হয়ে ব্রাজিল ও পরে আর্জেন্টিনায় গিয়ে ব্যবসায়ী হন। ১৯৭৯ সালে তার মৃত্যু হয়।
সাবেক ওই নাৎসি কর্মকর্তার কন্যারা বহু বছর কোনো তথ্য দেননি। তবে সম্প্রতি তাদের একজন বাড়ি বিক্রির সময় ছবিটি প্রকাশ্যে চলে আসে। নেদারল্যান্ডসের কালচারাল হেরিটেজ এজেন্সি নিশ্চিত করেছে, ছবিটি আসল এবং নকল হওয়ার কোনো প্রমাণ নেই।
এডি আরও জানিয়েছে, আরেকটি চুরি যাওয়া শিল্পকর্ম—ডাচ শিল্পী আব্রাহাম মিগনের আঁকা ফুলের স্থিরচিত্র—ক্যাডজিয়েনের এক কন্যার সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে। তবে সে বিষয়ে পরিবার কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
গাউডস্টিকারের উত্তরাধিকারীদের আইনজীবীরা জানিয়েছেন, তারা হারানো প্রতিটি শিল্পকর্ম ফেরত আনার জন্য আইনি লড়াই চালিয়ে যাবেন। ভন সাহার বলেন, আমাদের লক্ষ্য হলো জ্যাক গাউডস্টিকারের সংগ্রহ থেকে লুট করা সব শিল্পকর্ম ফিরে পাওয়া।
বিডিপ্রতিদিন/কবিরুল