৫ ডিসেম্বর, ২০২০ ২১:৪০

বেগমগঞ্জে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি:

বেগমগঞ্জে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগ

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার উপনির্বাচনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আজিম সুমনের প্রচারণায় একদল সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এসময় সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতংক সৃষ্টি করে পোস্টার, ব্যানারে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ।

শনিবার দুপুরে উপজেলার মিরওয়ারিশপুর ইউপির মিওয়ারিশপুর গ্রাম ও মজুমদার হাটে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিএনপি প্রার্থী মঞ্জুরুল আজিম সুমন দুপুরে মিরওয়ারিশপুর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ শুরু করেন। স্থানীয় মজুমদার হাটে গণসংযোগ চালিয়ে বের হলে পিছন থেকে একদল সন্ত্রাসী ৮/১০ টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তার নির্বাচনী পোস্টার ও ব্যানারে  আগুন ধরিয়ে দেয়। পরে সন্ত্রাসীরা মিরওয়ারিশপুর জমাদার বাড়ীতে হামলা চালিয়ে উঠান বৈঠকের ছাউনীতে আগুন ধরিয়ে দেয়। এতে এলাকায় আতংক বিরাজ করছে।

এদিকে এ ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করে জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের অনতিবিলম্বে গ্রেফতার করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের আহবান জানান।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর