শ্রীপুর পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আইনশৃঙ্খলা ও আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম।
শুক্রবার বেলা ১১ টায় শ্রীপুর উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও শ্রীপুর পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ।
বিশেষ অতিথি ছিলেন গাজীপুরের পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার। শ্রীপুর পৌরসভা নির্বাচনের রির্টার্নিং কর্মকর্তা ও গাজীপুর জেলা নির্বাচন কর্মকতা কাজী ইস্তাফিজুল হক আকন্দ, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন উপস্থিত ছিলেন।
বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডকেভাকেট কাজী খান, স্বতন্ত্র্য প্রার্থী শাহ আলম এবং ইসলামী আন্দোলনের প্রার্থী ফরহাদ আহমেদ মোমতাজী নির্বাচন আচরনবিধি সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন। রিটার্নিং কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ প্রার্থীদের ওইসব প্রশ্নের উত্তর দেন। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মবর্তা (ইউএনও) তাসলিমা মোস্তারী, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রভাষক আবু বকর সিদ্দিক আকন্দ, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আকন্দ, শীপুর উপজেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খান, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হকসহ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
প্রসঙ্গত, আগামী ১৬ জানুয়ারি শ্রীপুর পৌরসভা নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। ভোট গ্রহণ হবে ইলেকট্রনিক (ইভিএম) ভোটিং মেশিনের মাধ্যমে। নির্বাচনে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর হিসেবে ৪৯ এবং সংরক্ষিত কাউন্সিলর হিসেবে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিডি প্রতিদিন/হিমেল