১৬ জানুয়ারি, ২০২১ ২১:২৫

শৈলকুপা পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী

ঝিনাইদহ প্রতিনিধি

শৈলকুপা পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী

আশরাফুল আজম

ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আশরাফুল আজম নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১০ হাজার ৮৮৭ ভোট। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগের (বিদ্রোহী) জগ প্রতীক নিয়ে তৈয়বুর রহমান খান পেয়েছেন ৭ হাজার ২৮১ ভোট। 

এ নিয়ে আওয়ামী লীগ প্রার্থী আশরাফুল আজম তৃতীয় বার নির্বাচিত হলেন। 

এই প্রথম ঝিনাইদহের শৈলকুপায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হয়। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ইতোপূর্বে নির্বাচনকে কেন্দ্র করে এখানে এক কাউন্সিলর প্রার্থীসহ দুইজন নিহতের ঘটনা ঘটেছে। যার কারণে ৮ নম্বর ওয়ার্ডের পুরুষ কাউন্সিলর পদে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে।

নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে নেয়। নির্বাচনকে সুষ্ঠু করতে ১৭ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি, আনসার ও পুলিশ বাহিনী টহল দায়িত্ব পালন করে। নির্বাচনে ৯ জন প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে ১৫টি ভোট কেন্দ্রে ভোট নেওয়া হয়। ৯টি ওয়ার্ডে ৯২টি বুথের মাধ্যমে ভোট নেওয়া হয়। নির্বাচনে মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ৩৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর