২৭ জানুয়ারি, ২০২১ ১৪:২২
পাথরঘাটা পৌর নির্বাচন

স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ এমপির বিরুদ্ধে

বরগুনা প্রতিনিধি

স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ এমপির বিরুদ্ধে

বরগুনার পাথরঘাটা পৌরসভার নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেল ও তার বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলা-ভাংচুরের নেতৃত্ব দেয়ার অভিযোগ উঠেছে বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে। আজ বুধবার বেলা ১২টায় মোস্তাফিজুর রহমান সোহেল ও তার পরিবার আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

মোস্তাফিজুর রহমান সোহেল অভিযোগ করেন, এমপি রিমন আমাকে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন। তিনি আমাকে কখনোই নির্বাচন থেকে সরে গিয়ে দলীয় প্রার্থীকে সমর্থনের জন্য বলেননি। এখন এমপিই নিজে ভাংচুরে নেতৃত্ব দিয়েছেন।

সংবাদ সম্মেলনে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানিয়ে বলা হয়, ওসি আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে সরাসরি কাজ করছেন। 

সংবাদ সম্মেলনে সোহেল ছাড়াও উপস্থিত ছিলেন সোহেলের বাবা, পৌর আওয়ামী লীগ সভাপতি,নুরুল আমিন, ভাই উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, মা ও বোনসহ আত্মীয় স্বজন।

সংসদ সদস্য রিমন প্রকাশ্যে সোহেল, তার ভাইসহ ৫ জনকে হত্যার হুমকি দিয়েছেন বলেনও অভিযোগ করা হয় এ সংবাদ সম্মেলনে।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর